ক্যান্সার রোগী সেজে ফেসবুকে বন্ধুত্ব করে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের মতলবে ব্যর্থ হয়ে তাঁর বন্ধুকে খুন
আসলে মনুর কোনও রোগ হয়নি। সে সম্পূর্ণ সুস্থ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোবিন্দ তাঁর সঙ্গে দেখা করতে গেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে অপহরণ করে খুন করে মনু। সবাইকে গ্রেফতার করেছে পুলিশ
এরপর ওই তরুণী গোবিন্দ নামে তাঁর এক বন্ধুকে মনুর ফোন নম্বর দেন। গোবিন্দ পুলিশে খবর দেওয়ার ভয় দেখান। তখন ক্ষমা চেয়ে তাঁর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়ে দেখা করার প্রস্তাব দেয় মনু
কয়েকদিন কথা বলার পরে তাঁকে ফোন করে শারীরিক সম্পর্কের জন্য জোর করতে শুরু করে মনু। ওই তরুণী রাজি না হওয়ায় অ্যাসিডে তাঁর মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে
কয়েকদিন কথা বলার পরে সে ওই তরুণীর ফোন নম্বর নেয়
এরপরেই মনু আসল রূপ ধরে
ওই তরুণী নার্সিংয়ের ছাত্রী। সহানুভূতির বশে তিনি মনুর বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেন
মনু নামে অভিযুক্ত যুবক ফেসবুকে এক তরুণীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সে নিজেকে ক্যান্সার রোগী বলে পরিচয় দেয়
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোপালে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -