বিশ্বসেরা ফুটবলাররাও কুসংস্কারে আচ্ছন্ন, দেখে নিন কার বিশ্বাস কীসে
বার্থেজের মাথায় চুমু খেতেন ডিফেন্ডার ব্ল্যাঙ্ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৮-এর বিশ্বকাপ জয়ী ফ্রান্সের গোলকিপার বার্থেজ তাঁর ন্যাড়া মাথায় বারবার হাত বোলাতেন।
মরক্কোর হার্ভ রেনার্ড সাদা শার্ট পরেন। আফ্রিকা কাপ অফ নেশন্সে এই শার্টই নাকি সাফল্য দিয়েছে তাঁকে। কিন্তু বিশ্বকাপে লাভ হচ্ছে না।
ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো মাঠে নামার সময় প্রথমে ফেলেন ডান পা।
ইংল্যান্ডের ফিল জোস যেমন সাদা লাইনের ওপর দিয়ে হাঁটেন না।
ক্রীড়াবিদদের মনোবিদ ডান আব্রাহামসের বক্তব্য, ম্যাচের আগে প্রত্যেক খেলোয়াড় নিজের মত করে কিছু নিয়মকানুন পালন করেন। তাতে তাঁদের খেলায় ইতর বিশেষ কিছু হয় না কিন্তু মানসিকভাবে জোর পান তাঁরা।
তাঁরই সহ খেলোয়াড় জুলিয়ান ড্রাক্সলার ম্যাচের আগে পারফিউম মাখেন।
জার্মান স্ট্রাইকার মারিও গোমেজ ম্যাচের আগে যান একদম বাঁদিকের টয়লেটে।
কলম্বিয়ার গোলকিপার রেনে হিগুইতা যেমন। তাঁর বিশ্বাস ছিল, নীল রঙের আন্ডারওয়্যার পরে খেললে সাফল্য আসবেই।
পেশাদার ফুটবলে সফল হতে কোচ ও খেলোয়াড়রা চেষ্টার কোনও ত্রুটি রাখেন না। সে জন্য কুসংস্কার হলেও কুছ পরওয়া নেই।
বিশ্বকাপে খেলতে আসা দুনিয়ার সেরা ফুটবলাররাও মুক্তি পাননি কুসংস্কারের হাত থেকে। কারও অটল বিশ্বাস ‘লাকি’ আন্ডারওয়্যারে, কেউ আবার ব্যবহার করেন বাঁ দিকের টয়লেট। জেনে নিন ফুটবলারদের সঙ্গে সম্পূক্ত এমনই বিচিত্র কিছু কুসংস্কারের কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -