হাত ছোঁয়ালেই সোনা, ১০০ কোটির ক্লাবের নতুন রানি এখন দীপিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2018 03:38 PM (IST)
1
হ্যাপি নিউ ইয়ারের রোজগার ২০৩ কোটি টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
১০০.৪৫ কোটি টাকা রোজগার করে রেস ২।
3
রামলীলা রোজগার করে ১১৬.৩৩ কোটি টাকা।
4
১৮৪.২ কোটি টাকার ব্যবসা করে বাজিরাও মস্তানি।
5
সে বছরই মুক্তি পায় ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। ব্যবসা করে ১৮৮.৫৭ কোটি টাকার।
6
চেন্নাই এক্সপ্রেস যেমন। ২২৭.১৩ কোটির মত ব্যবসা করে ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটি।
7
দীপিকা পাড়ুকোনের পদ্মাবত এরই মধ্যে ২৩৯ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। অবশ্য এই প্রথম নয়, এর আগেও তাঁর বহু ছবি ঢুকেছে ১০০ ও ২০০ কোটির ক্লাবে।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -