সংসদ থেকে সড়ক- বৃষ্টিতে বেহাল দেশের কয়েকটুকরো ছবি
সংসদ থেকে গ্রামের রাস্তা- বর্ষার প্রথমেই এই অবস্থা। সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখা ভারতের রাস্তাঘাট ও সেতুই প্রমাণ করে, প্রশাসনের আন্তরিকতা কতটা লোকদেখানো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেতুর ওপর উঠে গেছে জল। এলাহাবাদের চিত্র।
মথুরার দূরত্ব দিল্লি থেকে ১৮০ কিলোমিটারের মত। সেখানেও এই অবস্থা।
এটিও ফরিদাবাদের ছবি।
এই ছবি দিল্লি এনসিআর(ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন- রাষ্ট্রীয় রাজধানী ক্ষেত্র)-এর অন্তর্ভুক্ত ফরিদাবাদের। গাড়ি প্রায় ডুবুডুবু জলে।
জল তেমন বেশি নয় ঠিকই। কিন্তু এই জলেই জন্ম নেয় মশার ঝাঁক।
রাজধানী দিল্লির সংসদ ভবন। জল জমে কী অবস্থা।
দক্ষিণবঙ্গে বর্ষাদেবীর তেমন দেখা না মিললেও দেশের নানা জায়গ ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে। কোনও কোনও রাজ্য বৃষ্টিতে খুশি আবার কোথাও কোথাও বৃষ্টি মানেই সমস্যা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -