জানেন, এই ড্রেসের আইডিয়া কোথা থেকে পেয়েছেন নিক-প্রিয়ঙ্কা?
দুই যুগলের ছবির তুলনা করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সৌজন্য- ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রিয়ঙ্কা ও নিক কেবলমাত্র তাঁদের মতো পোশাক পরেছেন তাই নয়, জে লো-অ্যালেক্সের মতো পোজও দিয়েছেন। সৌজন্য- ইনস্টাগ্রাম
২০১৭ সালের ডিসেম্বরে একটি বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিনের কভার পেজে এই পোশাকে দেখা গিয়েছিল জে লো এবং অ্যালেক্সকে। সৌজন্য- ইনস্টাগ্রাম
আসলে, নিক ও প্রিয়ঙ্কার এই লুক জেনিফার লোপেজ ও অ্যালেক্স রডরিগেজের ফটোশ্যুট থেকে অনুপ্রাণিত। সৌজন্য- ইনস্টাগ্রাম
উপস্থিত সকলেই তাঁদের এই নতুন পোশাকের লুক ভীষণ পছন্দ করেছেন। যদিও, তাঁদের এই লুক অরিজিনাল নয়। সৌজন্য- ইনস্টাগ্রাম
অনুষ্ঠানে দুজনকে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গিয়েছে। সৌজন্য- ইনস্টাগ্রাম
সম্প্রতি, হবু স্বামী নিক জোনাসের সঙ্গে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রাল্ফ লরেন-এর ৫০ তম বর্ষপূর্তি উদযাপন করতে নিউইয়র্কের ফ্যাশন উইকে পৌঁছন প্রিয়ঙ্কা চোপড়া। সৌজন্য- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -