অন্য জাতে বিয়ে করলে এই সুবিধাগুলো দেবে বিভিন্ন রাজ্যের সরকার, দেখে নেব সেটা কী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের বিভিন্ন রাজ্যের সরকার ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে সেই সমস্ত নবদম্পতিকে যাঁরা অন্য জাতে বিয়ে করবেন।
সরকারের পক্ষ থেকে অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, বাড়ির অমতে করলেও, যাতে নবদম্পতিরা বিয়ের শুরুতে শুরুতে সংসার গুছিয়ে নিতে পারেন, সেটাই লক্ষ্য বিভিন্ন রাজ্যের সরকারের।
আপাতত এধরনের বিয়ে যাতে ভবিষ্যত প্রজন্ম নির্দ্বিধায় করে, সেজন্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশের বিভিন্ন রাজ্যের সরকার।
মূলত ইন্টারকাস্ট বিয়ের জেরে অনেক সময়ই সম্মানরক্ষার্থে খুনের মতো একাধিক ঘটনা ঘটে দেশের বিভিন্ন প্রান্তে। আইন এধরনের বিয়েতে অনুমতি দিলেও, সমাজ এখনও অনেক সময় বেঁকে বসে এধরনের বিয়ের ক্ষেত্রে।
ভারতে এখনও পর্যন্ত বিবাহ নামক বিষয়টির সঙ্গে জাত এবং ধর্ম ভীষণ ভাবেই যুক্ত। এখনও পর্যন্ত অন্য জাতে বিয়ে করতে হলে অনেকবার ভাবনাচিন্তা করতে হয়। অনেক ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্যও হয় নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -