৩ কোটি টাকার বাড়ি, এসইউভি-র মালিক, গুরগাঁওয়ের রাস্তায় বিক্রি করেন ছোলা-কুলচে
উর্ব্বশীর শ্বশুর একজন প্রাক্তন বায়ুসেনা কর্মী এবং তিনি গুরগাঁওয়ের সেক্টর ১৭ এ-র বাসিন্দা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছমাসে দ্বিতীয়বারের জন্যে দুর্ঘটনার সম্মুখীন হন উর্ব্বশীর স্বামী। তাঁর শরীরের নীচের অংশে একটা জটিল অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন চিকিত্সক
তিনি হঠাত্ করে পেশা পরিবর্তন করলেন কারণ তাঁর স্বামীর একটা ভয়াবহ দুর্ঘটনা হয়।
তিনি জানিয়েছেন, তিনি এটা করছেন তাঁর পরিবারের লোকের নিরাপত্তা নিশ্চিত করতে। আগে পেশায় স্কুল শিক্ষিকা ছিলেন উর্ব্বশী। এখন ছোলে-কুলচে এবং পরটা বিক্রি করেন
উর্ব্বশী যাদব, ৩৪ বছর বয়সি এই মহিলা গুরগাঁওয়ের রাস্তায় ছোলা-কুলচে বিক্রি করেন। প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা তাঁর রোজগার। তবে এটাই তাঁর পরিচয় নয়। তিনি তিন কোটি টাকার একটি বাড়ি ও এসইউভিরও মালিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -