Exit Poll 2024
(Source: Poll of Polls)
হাতুড়িকে বর বেশে সাজিয়ে শোভাযাত্রা করা হয় এখানে, দেখুন হোলি পালনের বিচিত্র কিছু ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Mar 2019 12:42 PM (IST)
1
আলো দিয়ে সাজানো হয় শোভাযাত্রা
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
হাতুড়ি শোভাযাত্রার কিছু ছবি দেখে নিন
3
গান করতে করতে শোভাযাত্রা করা হয়
4
হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় সামিল হন। পোড়ানো হয় বাজিও
5
বরযাত্রীর মতো আলো জ্বালিয়ে, নাচ গান করতে করতে শোভাযাত্রা করে হাতুড়িটিকে নিয়ে যায় সাধারন মানুষ
6
বিশাল বড় এই হাতুড়িকে বাজনা বাজিয়ে শোভাযাত্রা করে সারা শহর ঘোরানো হয়
7
হাতুড়িকে বর বেশে সাজানো হয়। তারপর তাকে পূজো করা হয়
8
এখানে এমনটাই বিশ্বাস যে হাতুড়ি হল সততা ও পবিত্রতার প্রতীক। অপবিত্রতার ওপর পবিত্রতার জয়ই হল এই উৎসবের বার্তা
9
একটি হাতুড়িকে বর বেশে সাজানো হয় এই উৎসবে। তারপর তাকে মিছিল করে নিয়ে যায় স্থানীয় মানুষেরা
10
উত্তরপ্রদেশের ইলাহাবাদে হোলির উৎসবে এমনই এক বিচিত্র রীতি রয়েছে
11
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -