শুভ জন্মদিন মন্দিরা, ৪৬-এ পড়লেন তিনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি বলেন, মনে হয়, মানুষ আমাকে পুলিস অফিসার বা নেগেটিভ রোলে ছাড়া অন্য কোনও চরিত্রে দেখতে চায় না। তার কারণ আমার ছোট চুল। মানুষের চিন্তায় বদল আনা উচিত। তারা ভাবে, ছোট চুলের মহিলা কারও প্রেমিকা, মা বা স্ত্রীর চরিত্র করতে পারেন না।
বহুদিন সিনেমায় দেখা যায়নি তাঁকে। এ নিয়ে জানতে চাইলে মন্দিরা কী বলেন শুনবেন?
তবে ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ট্রোল হন মন্দিরা।
মন্দিরা বলেন, কাস্টিং কাউচ তখনই সম্ভব যখন দ্বিতীয়জন সমঝোতায় রাজি। দুজনের সম্মতি না থাকলে তা ঘটে না। ২৪ বছর ধরে আমি বলিউডে রয়েছি, আমায় কেউ এ ধরনের কোনও প্রস্তাব দেয়নি। সে ক্ষমতাও কারও নেই।
কাস্টিং কাউচ নিয়ে তাঁর মন্তব্য বলিউডের নজর কেড়ে নিয়েছিল।
১৯৯৯-এর ১৪ ফেব্রুয়ারি মন্দিরা বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা রাজ কৌশলকে। তাঁদের ১ পুত্র, বীর।
নিজের স্টাইল ও গ্ল্যামারের জন্য বিখ্যাত মন্দিরা আইপিএল সিজন-৩-এর সঞ্চালনা করেন। তাঁর পরা বেশ কিছু শাড়ি অত্যন্ত জনপ্রিয় হয়। ২০১৪-য় তিনি চালু করেন নিজস্ব শাড়ির দোকান।
১৯৭২-এর ১৫ এপ্রিল কলকাতায় জন্ম মন্দিরার। গতকাল ছিল তাঁর ৪৬তম জন্মদিন।
দীর্ঘদিন বলিউডে নেই মন্দিরা বেদী। কিন্তু দুর্দান্ত সব ছবি আর গরমাগরম বিবৃতির জন্য শিরোনামে থাকেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -