চুম্বন শরীরের পক্ষে ভীষণই উপকারী, এর বিশেষ কিছু গুন দেখব একনজরে
চুমু খাওয়ার সময় কেউ এতটা ভাবে না, কিন্তু সত্যিই চুমু খেলে কমে উচ্চরক্তচাপ, হাইপারটেনশন এবং দুশ্চিন্তার মতো বিভিন্ন ব্যধি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাথায় যন্ত্রণা বা মাইগ্রেনের মতো ক্রনিক ব্যথার থেকেও মুক্তি দেয় চুম্বন
মেয়েদের মাসিকের সময়ের যন্ত্রণা কমাতে চুমুর ভূমিকা অনস্বীকার্য
মুড ভাল রাখতে চুমুর উপকারীতা অনেক। চুমু খেলে আমাদের মস্তিষ্কে মুড ভাল করার হরমোন, ডোপামিন এবং সেরোটোনিন ক্ষরিত হয়। ক্ষরিত হয় অক্সিটোসিনও। যা যুগলদের মধ্যে রোমান্টিক মুড তৈরি করে।
চুমুর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হৃদয়ের সঙ্গের। তাই দেখা গিয়েছে, যাঁরা হামেশাই চুমু খান তাঁদের হৃদপিণ্ড অনেক বেশি সুস্থ-সবল
চুম্বন মানে শুধু প্রেমের বহিঃপ্রকাশই নয়, চুম্বনের বহু গুনও আছে। বিশেষজ্ঞরাই বলছেন চুম্বন শরীরের বহু অসুখকে এক নিমেষে কমিয়ে দেয়
চুমু খাওয়ার সময় যুগলের ব্যথার উপশম না হলেও মনের ব্যথার উপশম অবশ্যই হয়। কিন্তু বাস্তব বলছে, চুমু খেলে মস্তিষ্কে এন্ডরফিন নামের এক হরমোনের ক্ষরণ বেশি হয়, যা দেহে ব্যথা-বেদনা কমাতে সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -