বৃষ্টিতে বেহাল বিহার, জারি রেড অ্যালার্ট, ক্রেনের সাহায্যে উদ্ধার ছাত্রীদের
সরকারী তরফে জানানো হয়েছে বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউদ্বারকার্যে নামতে হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফকে।
বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে যাচ্ছে বিধ্বস্ত মানুষদের উদ্ধার করতে
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিশেষ ভিডিও কনফারেন্স করে জানান, খাদ্য ও অন্যান্য সমস্ত সামগ্রীর ব্যবস্থা করছে সরকার। পৌঁছে দেওয়া হবে বিপন্ন মানুষের কাছে। আগামী ৩ অক্টোবরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
জল ঢুকেছে নালন্দা মেডিক্যাল কলেজ সহ একাধিক হাসপাতালে। এর ফলে ব্যাঘাত ঘটেছে স্বাস্থ্য পরিষেবারও। আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রায় গোটা বিহারের বৃষ্টির জন্য জারি রেড অ্যালার্ট।
সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বিদ্যালয়। জলমগ্ন হস্টেলে আটকে থাকা কিছু ছাত্রীকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়েছে।
জলমগ্ন হয়ে আছে মন্ত্রী নন্দকিশোর যাদব, রাজীব প্রতাপ রাউডির বাড়ির রাস্তাও। আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী আগামীকাল পর্যন্ত এই বৃষ্টির আবহাওয়াই বজায় থাকবে।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিহারের বিস্তীর্ণ এলাকার জনজীবন। প্রবল প্রভাব পড়েছে যানবাহনে। জলমগ্ন হয়ে আছে হাসপাতাল ও স্কুলগুলি। জল ঢুকেছে উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদির নিজস্ব বাড়িতেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -