করোনা হাসপাতালে পুষ্পবৃষ্টি! দেশ জুড়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানানোর ছবি
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর পুষ্পবৃষ্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা যোদ্ধাদের সম্মান জানাতেই আজ এই বিশেষ আয়োজন।
পোরবন্দর, নিউ ম্যাঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি, পারাদ্বীপ, গোপালপুর, পুরী, সাগর, পোর্ট ব্লেয়ার, মায়াবন্দর, হাট বে, ক্যাম্পেল বে সহ দেশের ২৪টি জায়গায় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ সাজানো হয় আলোর মালায়।
মুম্বই, গোয়া, কোচি এবং বিশাখাপত্তনমে কোভিড হাসপাতালগুলির সামনে ফুল ছড়ায় নৌসেনার হেলিকপ্টার।
কাশ্মীরে ডাল লেকের ওপর ভারতীয় বায়ুসেনার ফ্লাই পাস্ট দেখা যায়।
কেরলের তিরুঅনন্তপুরমে কোভিড হাসপাতালের সামনে ফুলের পাপড়ি ছড়িয়ে দেয় বায়ুসেনার হেলিকপ্টার।
গুজরাতের আমদাবাদ ও গাঁধীনগরে কোভিড হাসপাতালের ওপর ফুল ছড়ায় ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড।
সব ছবি- পিটিআই, এএনআই ও আইএএফ
এরপর বায়ুসেনার বিমান ফ্লাই পাস্ট শুরু করে। হাসপাতালগুলির উপর পুষ্পবৃষ্টি করা হয়। নৌসেনার পক্ষ থেকেও চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানানো হয়।
সেই ঘোষণা অনুযায়ী আজ সকালে দিল্লি সহ দেশের বিভিন্ন শহরে পুলিশ মেমোরিয়ালে দেশের সর্বত্র লকডাউনের সময় কর্তব্যরত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াত শুক্রবারই জানিয়েছিলেন, ভারতীয় সেনার তিনটি বিভাগই করোনা-যোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে।
এইমস সহ দিল্লির যে সমস্ত হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে, সেগুলির ওপর পুষ্পবৃষ্টি করা হয়।
হাসপাতালগুলির উপর পুষ্পবৃষ্টি করে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে থাকা চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের শ্রদ্ধা জানাল ভারতীয় বায়ুসেনা। আজ সকালে দেশজুড়ে করোনা যোদ্ধাদের সম্মান জানানো হয়। সেনাবাহিনীর তিনটি বিভাগই করোনা-যোদ্ধাদের শ্রদ্ধা জানায়।
রাজধানীর আকাশে উড়তে দেখা যায় সুখোই ৩০, জাগুয়ার, মিগ ২৯ যুদ্ধবিমানকে।
মুম্বইয়ের আকাশে সুখোই ৩০ ও মিগ ২৯ যুদ্ধবিমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -