সুলুরে 'তেজস'-এর নতুন স্কোয়াড্রনকে অন্তর্ভুক্ত করল বায়ুসেনা, 'এলসিএ' ওড়ালেন এয়ার চিফ মার্শাল ভাদোরিয়া
বায়ুসেনার দ্বিতীয় স্কোয়াড্রন হিসেবে তেজসের দায়িত্ব পেল ১৮ নম্বর স্কোয়াড্রন। এই সুলুরেই রয়েছে দেশের প্রথম তেজস স্কোয়াড্রন-- ৪৫ নম্বর স্কোয়াড্রন।
পরে, এই স্কোয়াড্রনকে তুলে দেওয়া হয়। কিন্তু, চলতি বছরের গোড়ায়, নতুন রূপে এই স্কোয়াড্রনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তামিলনাড়ুর সুলুর বায়ুসেনা ঘাঁটিতে বুধবার সরকারিভাবে নতুন রূপে অন্তর্ভুক্ত করা হল ১৮ নম্বর স্কোয়াড্রন 'ফ্লাইং বুলেটস'-কে। এখন থেকে এই স্কোয়াড্রন দেশে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (এলসিএ) তেজস মার্ক ওয়ান যুদ্ধবিমান ওড়াবে।
১৯৬৫ সালে তৈরি হয়েছিল ১৮ নম্বর স্কোয়াড্রন। মোটো 'তীব্র ও নির্ভয়'। এর আগে এই স্কোয়াড্রন মিগ-২৭ বিমান ওড়াত। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এই স্কোয়াড্রন।
এদিন তিনি নিজে তেজস যুদ্ধবিমানে করে আকাশে এক চক্কর কাটেন। এই যুদ্ধবিমানটি চতুর্থ প্রজন্মের। হাওয়ার চেয়ে দ্রুতগতির (সুপারসনিক) এই যুদ্ধবিমানটি অত্যন্ত হাল্কা ও ছোট আকারের।
বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে ভাদোরিয়ার উপস্থিতিতে এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই লেজহীন ডেলটা উইংড যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করা হয়।