রাতে ক্যাব নিলে, নিরাপত্তার জন্যে এই কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন
রাতের অন্ধকারে গলিপথ বা অন্ধকার রাস্তা অবশ্যই এড়িয়ে চলুন। অচেনা রাস্তা দিয়ে কখনওই যাবেন না। কোন রাস্তা দিয়ে যাবেন, তা গাড়িতে উঠেই চালককে বলে দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমদ্যপ অবস্থায় একা কখনওই ক্যাব সার্ভিস নেবেন না। কারণ অচেতন হয়ে পড়লে তার সুযোগ নিতেই পারে অপরিচিত চালক।
সম্প্রতি ওলা-এ নয়া একটি অপশন লঞ্চ করা হয়েছে। সেই অপশন অনুযায়ী, একটি গাড়ি এখন থেকে অনেকে মিলে শেয়ার করতে পারেন। একসঙ্গে কয়েকজন মিলে একটি ক্যাবে থাকলে, যেকোনও যাত্রীই সুরক্ষিত মনে করবেন নিজেকে।
চালকের সঙ্গে কথা বলার সময় নিজের ব্যক্তিগত তথ্য একদম দেবেন না। একবারের জন্যেও ভাবা উচিত্ নয় যে চালক ইংরেজি জানেন না।
আজকাল রাতে কোথাও যেতে হলে গাড়ি না থাকলেও তরুণ প্রজন্মের কোনও অসুবিধা নেই। বাস বা ট্যাক্সি না পেলেও এখন শহরে রয়েছে ওলা, উবের বা অন্য ক্যাব সার্ভিস। তবে ইদানিং মাঝেমধ্যেই শোনা যাচ্ছে ওলা বা উবের-এর চালকরা যাত্রীদের বিভিন্নভাবে সমস্যায় ফেলছে। দিন কয়েক আগেই এক মহিলা যাত্রীকে ধর্ষণের ভয় দেখিয়েছিল এক উবের চালক। এবার থেকে রাতে এই ক্যাব পরিষেবা নেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়
একটা পোক্ত ছাতা সঙ্গে রাখুন। যাতে দরকার পড়লে নিজের নিরাপত্তার জন্য ছাতা দিয়ে গাড়ির কাচ ভেঙে চিৎকার করে বাইরের মানুষের সাহায্য নিতে পারেন।
এই ধরনের কার সার্ভিসে জিপিএস ট্র্যাকার থাকে যা যাত্রীরা নিজের কাছের কাউকে পাঠিয়ে রাখতে পারেন। যদি গাড়িতে জিপিএস ট্র্যাকার না থাকে তাহলে নিজের ফোনের জিপিএস অন করে রেখে নিজের পরিচিত কাউকে তথ্য পাঠাতে থাকুন।
পিপার স্প্রে অবশ্যই সঙ্গে রাখুন। স্প্রে না থাকলে ডিওডোরেন্টও একই কাজে লাগতে পারে।
যদি মহিলা হন, তাহলে গাড়িতে উঠেই কোনও বন্ধু বা আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলতে থাকুন।
ক্যাব পরিষেবা বুকিংয়ের পরই, যখন গাড়ি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন, সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দিন কোনও নিকট কাউকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -