লাহৌরে ফিরেই গ্রেফতার হচ্ছেন নওয়াজ শরিফ, মোতায়েন ১০ হাজার পুলিশ ও হেলিকপ্টার
সূত্রের খবর, নওয়াজ ও মরিয়মকে বিমানবন্দর থেকে জেলে নিয়ে যাওয়ার জন্য দু’টি হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে। ছবি সৌজন্যে এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত সপ্তাহে নওয়াজ ও মরিয়মকে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত। তাঁদের লাহৌর বিমানবন্দর থেকে রাওয়ালপিন্ডির জেলে নিয়ে যাওয়ার জন্য ১৬ জন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ছবি সৌজন্যে এএফপি
পিএমএল-এন-এর কর্মী-সমর্থকদের নিয়ে নওয়াজের সমর্থনে একটি মিছিল করেন তাঁর ভাই শাহবাজ শরিফ। ছবি সৌজন্যে এএফপি
পানামা পেপার্স কাণ্ডে নাম জড়ানোর পর গত বছর নওয়াজকে বরখাস্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ছবি সৌজন্যে এএনআই
এর আগে পাকিস্তানের দুর্নীতি দমন শাখা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর চেয়ারম্যান জাভেদ ইকবাল জানান, নওয়াজ ও মরিয়ম বিমানবন্দরে পৌঁছলেই তাঁদের গ্রেফতার করার জন্য যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি সৌজন্যে এএনআই
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাহৌরে মোতায়েন করা হয়েছে প্রায় ১০,০০০ পুলিশকর্মীকে। ছবি সৌজন্যে এএনআই
আবু ধাবি থেকে নওয়াজ ও মরিয়ম লাহৌরে পৌঁছনোর অনেক আগে থাকতেই বিমানবন্দরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ছবি সৌজন্যে এএনআই
লন্ডন থেকে আবু ধাবি রওনা হওয়ার আগে পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক দারের সঙ্গে বিদায়ী বৈঠক করেন নওয়াজ। ছবি সৌজন্যে এএনআই
মরিয়ম ট্যুইট করে বলেছেন, ‘আমার সন্তানদের বলেছি, অত্যাচারের মুখে সাহসী হতে হবে। তবে সন্তানরা তো ছোট। বড়দের পক্ষেই বিদায় জানানো কঠিন।’ ছবি সৌজন্যে এএনআই
আবু ধাবির উড়ান থেকেই শরিফ জানান, ‘আমাকে সোজা জেলে নিয়ে যাওয়া হবে। তবে আমি পাকিস্তানের মানুষের জন্যই এটা করছি। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আত্মত্যাগ করছি। এই সুযোগ আর আসবে না। সবাইকে একসঙ্গে মিলে পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করতে হবে।’ ছবি সৌজন্যে এএনআই
পাকিস্তান সরকার সূত্রে খবর, গ্রেফতার করার পর নওয়াজ ও মরিয়মকে প্রথমে একদিনের জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রাখা হবে। এরপর তাঁদের খাইবার পাখতুন অঞ্চলের অ্যাটক দুর্গে নিয়ে যাওয়া হবে। ছবি সৌজন্যে মরিয়ম শরিফ
সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাহৌরে যাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম। তাঁদের এবার জেলে নিয়ে যাওয়া হবে। ছবি সৌজন্যে মরিয়ম শরিফ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -