২০১৮-র ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন কনিষ্ক কাটারিয়া, মেয়েদের মধ্যে প্রথম শ্রুস্তি জয়ন্ত দেশমুখ
এই বছর মোট ৭৫৯ জন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার্থী ছিলেন। এদের মধ্যে ৫৭৭ জমন পুরুষ ও ১৮২ জন মহিলা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রুস্তির বাবা একজন ইঞ্জিনিয়ার, মা বিদ্যালয়ে শিক্ষগতা করেন
পরিবারের মধ্যে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন শ্রুস্তি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এম.ফিল করেছেন তিনি
ভোপাল থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন শ্রুস্তি। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সবার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন শ্রুস্তি
মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন শ্রুস্তি জয়ন্ত দেশমুখ
পরীক্ষার ফলাফল নিয়ে বেশ অবাক ও খুশি কনিষ্ক। নিজের মা-বাবা, বোন আর প্রেমিকাকে তাকে নৈতিক সমর্থন করার জন্য ধন্যবাদ জানায় সে। আরও জানায়, ভবিষ্যতে নিজের কাজ দায়িত্ব সহকারে পালন করবেন তিনি
কনিষ্কের শিক্ষাগত যোগ্যতা বি-টেক। (কম্পিউটার সায়েম্স ও ইঞ্জিনিয়ারিং)
কনিষ্ক কাটারিয়া তফসিলি জাতি শ্রেণীভুক্ত ছাত্র। অঙ্ক ছিল তার ঐচ্ছিক বিষয়
২০১৮-র ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন কনিষ্ক কাটারিয়া। আইআইটি মুম্বই থেকে বি টেক পড়েছেন কনিষ্ক। অপরদিকে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন শ্রুস্তি জয়ন্ত দেশমুখ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -