ছবিতে দেখুন: কোভিড-ওয়ারিয়র্সদের শ্রদ্ধা সামরিক বাহিনীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপোরবন্দর, নিউ ম্যাঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি, পারাদ্বীপ, গোপালপুর, পুরী, সাগর, পোর্ট ব্লেয়ার, মায়াবন্দর, হাট বে, ক্যাম্পেল বে সহ দেশের ২৪টি জায়গায় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ সাজানো হয় আলোর মালায়।
কাশ্মীরে ডাল লেকের ওপর ভারতীয় বায়ুসেনার ফ্লাই পাস্ট।
কেরলের তিরুঅনন্তপুরমে কোভিড হাসপাতালের সামনে ফুলের পাঁপড়ি ছড়িয়ে দেয় বায়ুসেনার হেলিকপ্টার।
গুজরাতের আমদাবাদ ও গাঁধীনগরে কোভিড হাসপাতালের ওপর ফুল ছড়ায় ওয়েস্টার্ন এয়ার কমান্ড।
ইস্টার্ন এয়ার কমান্ডের তরফে কলকাতা, ইটানগর, গুয়াহাটি এবং শিলঙে পুষ্পবৃষ্টি বায়ুসেনার বিমানের।
মুম্বই, গোয়া, কোচি এবং বিশাখাপত্তনমে কোভিড হাসপাতালগুলির সামনে ফুল ছড়ায় নৌসেনার হেলিকপ্টার।
এইমস সহ দিল্লির যে সমস্ত হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা চলছে, সেগুলির ওপর পুষ্পবৃষ্টি করা হয়।
গুয়াহাটিতে বাজে সেনা ব্যান্ড।
রাজধানীর আকাশে উড়েছে সুখোই ৩০, জাগুয়ার, মিগ ২৯।
আজ সকালে দেশজুড়ে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর পালা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -