দেখুন, প্রায় তিন দশক পরে বিদায় নিচ্ছে নৌসেনার নজরদারি বিমান টিইউ ১৪২ এম
বুধবার আনুষ্ঠানিকভাবে টিইউ ১৪২ এম-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে নৌবাহিনী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটানা ২৯ বছর ধরে ভারতীয় নৌবাহিনীর হয়ে কাজ করার পর এবার অবসরে যাচ্ছে দূরপাল্লার নজরদারি বিমান টিইউ ১৪২ এম। রবিবার এই ঘোষণা করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে
১৯৮৮ সালে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয় টিইউ ১৪২ এম। এই নজরদারি বিমানের দীর্ঘদিনের যাত্রা এবার শেষ হচ্ছে
টিইউ ১৪২ এম-এর জায়গা নেবে পি-৮১ বিমান। টিইউ ১৪২ এম-এর শেষ কম্যান্ডিং অফিসার যোগেন্দ্র মায়ার পি-৮১-এর প্রথম স্কোয়াড্রন কম্যান্ডিং অফিসার ভি রঙ্গনাথনের হাতে দায়িত্ব তুলে দেবেন
এই নজরদারি বিমানকে বিদায় জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -