ভারতের তেজস বনাম পাকিস্তানের জেএফ- ১৭- জেনে নিন, কার দম কত
পাকিস্তানের জেএফ-১৭ তাদের পুরনো যুদ্ধবিমান মিরাজ III আর চেংদু জম্মু- ৭-এর জায়গা নেবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতেজস ও জেএফ ১৭-এর তুলনা চললেও বিশেষজ্ঞরা মনে করেন, এই দুই বিমানের ডিজাইন পুরোপুরি আলাদা। তেজস হল আগামী প্রজন্মের লড়াকু বিমান যার অত্যাধুনিক প্রযুক্তি তুলনীয় ইজরায়েলের এইচএমডি বিমানের সঙ্গে।
তেজস (এলসিএ) এখনও হাতে পায়নি ভারতীয় বায়ুসেনা। ১৯৮৪-তে তৈরি হয় এই যুদ্ধবিমান। এটি তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড ও ডিআরডিও। ৩০০০-এর বেশি বার উড়েছে এই তেজস কিন্তু এখনও আইএএফের অন্তিম অপারেশনাল ক্লিয়ারেন্স পায়নি এটি।
জেএফ-১৭ থান্ডার তৃতীয় প্রজন্মের লড়াকু যুদ্ধবিমান। পাকিস্তানের অ্যারোনটিকাল কমপ্লেক্স (পিএসি), কামরা আর চিনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন তৈরি করেছে এটি। ২০১০-এ তৈরি হয়েছে এই বিমান। গত মাসে পাক বায়ুসেনা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে লঞ্চ করেছে এটিকে।
দেশে তৈরি যুদ্ধবিমান তেজস (এলসিএ) গত সপ্তাহে শিখর এয়ারবেসে বাহরিন ইন্টারন্যাশনাল এয়ারশো ২০১৬-য় যোগ দিয়েছে। এই প্রথম কোনও বিদেশি এয়ারশো-তে যোগ দিল ভারতীয় যুদ্ধবিমান। তেজসের তুলনা করা হয় চিনা প্রযুক্তিতে নির্মিত পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডারের সঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -