আইপিএল ২০১৭: রাজকোট স্টেডিয়ামে কেকেআর-এর ম্যাচে সকলের নজর ছিল অ্যাব্রামের কীসের ওপর? দেখুন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এটা তৈরি করেছেন অ্যাব্রামের এক ভক্ত। দুবছর আগের আইপিএল অ্যাব্রাম। আর এটা হল ২০১৭ সালের অ্যাব্রাম। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম ফ্যান ক্লাব
বাবার সঙ্গে চলছে চিট-চ্যাট
বাবার সঙ্গে চলছে চিট-চ্যাট
বুকের ওপর ট্যাটু করেছে এই খুদে তারকা। আর সেটাই দেখা যাচ্ছিল তার শার্টের ফাঁক দিয়ে
বুকের ওপর ট্যাটু করেছে এই খুদে তারকা। আর সেটাই দেখা যাচ্ছিল তার শার্টের ফাঁক দিয়ে
কিন্তু গতকালের ম্যাচে শুধু অ্যাব্রাম নয়, তার গায়ে করানো একটি ট্যাটুও সকলের নজর কাড়ে। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
মাঠে যখন হাই-ভোল্টেজ ম্যাচ চলছে, তখন গ্যালারি থেকে বাবার টিমকে সাহস দিচ্ছিল এই খুদে তারকা। ছবি সৌজন্যে আইপিএল টুইটার
রাজকোট স্টেডিয়ামে তখন চলছিল কেকেআর ও গুজরাত লায়ন্সের মধ্যে ম্যাচ। কিন্তু তখন ম্যাচ ছাড়াও সকলের নজর আটকে ছিল গ্যালারিতে ভিভিআইপি স্ট্যান্ডে বসে থাকা বলিউড বাদশা শাহরুখ পুত্র অ্যাব্রামের দিকে। ছবি সৌজন্যে আইপিএল টুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -