আইপিএলে কেকেআর-এর সঙ্গে সর্বক্ষণই দেখা যাচ্ছে এই রহস্যময়ীকে, কে তিনি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্সটাগ্রামে তাঁর ভক্ত সংখ্যা অগুণতি
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ম্যাডোনা।
এই মহিলা হলেন পেশায় মডেল, অভিনেত্রী এবং কোরিওগ্রাফার।
এই রহস্যময়ী হলেন, ম্যাডোনা টিক্সেইরা, কেকেআর টিমের সঞ্চালিকা।
টিম বাস থেকে শুরু করে কেকেআর দলের বিমানে বা প্লেয়ারদের প্র্যাক্টিসের সময়, সর্বক্ষণ দেখা যাচ্ছে এই রহস্যময়ীকে।
এবারের আইপিএল-এ কেকেআর টিমের সঙ্গে সর্বক্ষণই দেখা যাচ্ছে এক লাস্যময়ীকে।
গ্ল্যালারি আলোকিত করে থাকে ক্রিকেটারদের সুন্দরী স্ত্রী ও বান্ধবীরা। এছাড়া লাস্যময়ী সঞ্চালিকাদের ইন্টারভিউতো থাকেই। সবমিলিয়ে এযেন এক সৌন্দর্য উদযাপনের উতসব।
প্রতিবছর আইপিএলে শুধু ক্রিকেট নয়, একসঙ্গে দেখা যায় গ্ল্যামারের ঝলসানিও
আইপিএল মানেই ক্রিকেট, বিনোদন, উচ্ছ্বাস, সৌন্দর্যের এক অভূতপূর্ব মেলবন্ধন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -