বাবা রণধীর কপুরের জন্মদিন উদযাপনে করিশ্মা-করিনা
করিশ্মা কপুরকে দেখা যায় হাসিমুখে গাড়িতে ফিরতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরমান জৈনকেও খোশমেজাজে ডিনার সেরে ফিরতে দেখা যায়।
পাপারাৎজিদের দিকে খোশমেজাজে ‘পোজ’ দেন তিনি।
করিনার ভাই আরমানের সঙ্গে কথা বলতে দেখা যায় সেফ আলি খানকে।
ডিনার থেকে ফেরার সময় ফ্রেমবন্দি হয় মা-মেয়ের এই ছবি।
গোলাপী জুতোর সঙ্গে হাঁটু অবধি একটি পোশাক পড়েছিলেন করিশ্মা। কালো পোশাকে সামাইরাকেও দারুণ মানিয়েছিল।
কালো কোটের সঙ্গে কালো শার্ট পরেছিলেন সেফ আলি খান। ডেনিম আর বাদামী জুতোর সঙ্গে এটি বেশ অন্যরকম লাগছিল।
খোলা চুল আর কালো হাই-হিলে বেশ মানিয়েছিল তাকে।
কালো পোশাকের সঙ্গে হীরের কানের দুল পরেছিলেন করিনা কপুর। হাতে ছিল মানানসই ক্নাচ।
এবার ৭১ বছরে পা দিলেন বর্ষীয়ান অভিনেতা রণধীর কপুর
ডিনার টেবিলের তার পরিবারের সবার আরও একটি ছবি শেয়ার করেছেন করিশ্মা।
মা বাবা বোন ও মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করেছেন করিশ্মা।
প্রত্যেক বছরের মতো করিশ্মা আর করিনা কপুর এসেছিলেন বাবা রণধীর কাপুরের জন্মদিন উদযাপন করতে। ফেব্রুয়ারির ১৫ তারিখ বর্ষীয়ান এই অভিনেতার জন্মদিন ছিল। এই দিনটি প্রত্যেকবার উদযাপন করেন কাপুর পরিবার।
এইদিন কপুর পরিবারের অনেকে সমবেত হয়েছিলেন ডিনারে।
সমস্ত ছবি সৌজন্যে মানব মঙ্গলানি আর ইন্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -