সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখে কার্বন নিয়ে এল সুলভ দামে 'K9 মিউজিক 4G'
এতে রয়েছে ব্লুটুথ, জিপিএস এবং এফএম রেডিও-র মতো কানেক্টিভিটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই স্মার্টফোনের ডিসপ্লে ৫ ইঞ্চি। রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড নুগা অপারেটিং সিস্টেম (ওএস) ভিত্তিক এবং এর ব্যাটারি 2,200 এমএএইচ।
এই ফোনে রয়েছে 1.3 গিগাবাইট কোয়াডকোর প্রোসেসর, এক জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা বাড়িয়ে ১২৮ জিবি করা যায়।
দেশীয় হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থা কার্বন মোবাইলস গতকাল শুক্রবার 'K9 মিউজিক 4G' বাজারে নিয়ে এল। এর দাম ৪,৯৯০ টাকা। কোম্পানি এক বিবৃতিতে দাবি করেছেন, বিশেষ করে সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখে এই ফোন। 'K9 মিউজিক 4G'-এ রয়েছে ডুয়েল স্পিকার। সঙ্গে সাভন অ্যাপে তিনমাসের জন্য আনলিমিটেড মিউজিক ডাউনলোডের সুবিধা।
বর্তমানে বাজারে ৪ জি স্মার্টফোনের দাপট। প্রতিটি মোবাইল প্রস্তুতকারী এই কানেক্টিভিটির এই ফিচার নিয়ে ক্রেতাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -