স্কুলের স্পোর্টস ডে-তে অংশ নিল তৈমুর, দেখা গেল মা করিনাকেও
অন্য কোনও স্টারকিডের তুলনায় তৈমুর অনেক বেশি পরিমাণ লাইমলাইটে থাকে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৈমুর এমন একজন স্টারকিড, যে জনপ্রিয়তায় বাকি সকলকে ছাপিয়ে গিয়েছে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
প্রতিদিন, তৈমুর নতুন নতুন জিনিস শিখছে। তার মধ্যে শেখার আগ্রহ যথেষ্ট পরিমাণে রয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
ফলত, এটা বোঝাই যাচ্ছে, যে ছোট্ট বয়স থেকেই প্রচার আলো সামলাতে শিখে গিয়েছে ছোট্ট তৈমুর। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
প্রায়ই প্রতিদিনই তৈমুরের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
চলতি মাসের ২০ তারিখ ২ বছর পূর্ণ করবে তৈমুর। তার জন্মদিন উদযাপনের প্রস্তুতিপর্ব এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
তৈমুরের কিউটনেসে তার ভক্তরা এতটাই মুগ্ধ যে, ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
এখানে বলে দেওয়া যাক, ইতিমধ্যেই টিনসেল টাউনের অন্যতম তারকা-সন্তানের তকমা পেয়েছে তৈমুর। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
ছোট্ট তৈমুর ও করিনার ছবিগুলি ভীষণই পছন্দ করেছেন তাঁর ভক্তরা। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
করিনাকে দেখা যাচ্ছে ছেলেকে সামলাতে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
অনেক ছবিতে দেখা যাচ্ছে তৈমুর কাঁদছে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
দর্শকাসনে অন্যান্য অভিভাবকদের সঙ্গে বসতে দেখা গেল করিনাকে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
তৈমুরকে দেখা গেল বন্ধুদের সঙ্গে গেম খেলতে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
তৈমুরের স্পোর্টস ডে-র জন্য ছেলের সঙ্গে স্কুলে পৌঁছলেন বলিউড অভিনেত্রী করিনা কপূর। সেখানে মা-ছেলের ভীষণ মিষ্টি ও সুন্দর ছবি সামনে এসেছে। ছবি সৌজন্য - মানব মঙ্গলানী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -