উঁচু গাছে চড়তে ‘বাইক’ বানালেন কর্নাটকের কৃষক
গণপতি ভাট বলেছেন, গাছে ওঠার ক্ষেত্রে এই ‘বাইক’ খুবই সুরক্ষিত। এতে কোনও বিপদের আশঙ্কা নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেট্রল চালিত এই মেশিনে বাইকের মতোই রয়েছে ক্ল্যাচ ও ব্রেক। এক লিটার পেট্রলে প্রায় ৮০ টি উঁচু গাছে ওঠা যায়।
এই মেশিনে করে যিনি গাছে উঠবেন, তাঁর সুরক্ষার কথাও মাথায় রাখা হয়েছে। গাছে ওঠার সমস্যা এই মেশিন দূর করতে পারে।
ম্যাঙ্গালোরের এক কৃষক গণপতি ভাট এই মেশিন তৈরি করেছেন। এই মেশিনের মাধ্যমে ৬০ থেকে ৮০ কেজি ওজনের কোনও ব্যক্তি গাছে উঠতে পারেন।
কর্নাটকের এক কৃষক গাছে চড়ার জন্য এক ধরনের ‘বাইক’ তৈরি করলেন। এর সাহায্যে উঁচু উঁচু গাছে চড়া যায়। অল্প সময়ের মধ্যেই উঁচু উঁচু গাছে চড়া যায় এই ‘বাইকে’র সাহায্যে। কাণ্ড মসৃণ থাকলেই এই ‘বাইকে’র গাছে চড়া যায়। বিশেষ করে, সুপারি গাছে ওঠার কাজে লাগে এই বাইক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -