দেখুন, প্রথম দিনের বক্স অফিস কালেকশনে টয়লেট এক প্রেম কথার চেয়ে এগিয়ে জব হ্যারি মেট সেজল
টিউবলাইট ফ্লপ হওয়ায় পরিবেশকদের ৩২ কোটি টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন সলমন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবক্স অফিসে বলিউডের দুই তারকা অক্ষয় কুমার ও শাহরুখ খানের জোর টক্কর দেখা যাচ্ছে। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখের ছবি জব হ্যারি মেট সেজল এবং অক্ষয়ের টয়লেট এক প্রেম কথা
যদিও প্রথম দিন টিউবলাইট ২০.৫ কোটি টাকা লাভ করেছিল
প্রথম সপ্তাহে দেশে ৬০ কোটি টাকা কামিয়েছে জব হ্যারি মেট সেজল
সলমন খানের ছবি টিউবলাইটও প্রথম দিন বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি
হৃতিক রোশনের কাবিল-এর সঙ্গে টক্কর সত্ত্বেও প্রথম দিন শাহরুখের ছবি রইস ২১ কোটি টাকা কামিয়েছিল
বাহুবলী-র হিন্দি সংস্করণের পরেই এ বছর এখনও পর্যন্ত সবচেয়ে সফল ছবি রইস
শাহরুখ এক্ষেত্রে অক্ষয়কে টেক্কা দিতে পেরেছেন। জব হ্যারি মেট সেজল প্রথম দিন ১৫.২৫ কোটি টাকা লাভ করেছিল
সামাজিক বিষয় নিয়ে তৈরি ছবি টয়লেট এক প্রেম কথা প্রথম সপ্তাহে কত লাভ করতে পারে, সেটা দেখার অপেক্ষায় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা
বলিউডের সঙ্গে যুক্ত অনেকেই আশা করেছিলেন, টয়লেট এক প্রেম কথা-ই অক্ষয়ের প্রথম ছবি হবে যা প্রথম দিন ২০ কোটি টাকা লাভ করবে। কিন্তু তাঁদের সেই আশা পূরণ হয়নি
প্রথম দিন টয়লেট এক প্রেম কথার বক্স অফিস কালেকশন ১৩ কোটি টাকা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -