২০১৯ লোকসভা নির্বাচন- সারা দেশের ৯১টি কেন্দ্রে চলল প্রথম পর্বের ভোটগ্রহণ প্রক্রিয়া
শুরু হয়ে গিয়েছে ২০১৯ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল অর্থাৎ ১১ এপ্রিল দিনভর চলে প্রথম দফার ভোটগ্রহণ। গোটা দেশের ৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় গতকাল। মোট সাত দফায় চলবে ভোটগ্রহণ পর্ব। অন্ধ্রপ্রদেশের ২৫ টি কেন্দ্রে, উত্তরাখণ্ডের ৫টি কেন্দ্রে, মেঘালয়ের ২টি ও অরুণাচল প্রদেশের ২টি কেন্দ্রে ভোটগ্রহন চলে গতকাল। এছাড়াও মিজোরাম, ত্রিপুরা, মণিপূর, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান, নিকোবর ও লাক্ষাদ্বীপের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহন চলে গতকাল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্ধ্রপ্রদেশ- অন্ধ্রপ্রদেশের অমরাবতী কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব (সব ছবি- এএনআই)
মহারাষ্ট্র- মহারাষ্ট্রের ভোটগ্রহন কেন্দ্রের আরও কিছু ছবি
মহারাষ্ট্র- মহারাষ্ট্রের গাদচিরলির আল্লাপল্লি গ্রামের কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
উত্তর প্রদেশ- উত্তর প্রদেশের ইন্দ্রপুরমের ডিপিএস বিদ্যালয়ে চলছে ভোটগ্রহণ
উত্তর প্রদেশ- ভি কে সিংহ গাজিয়াবাদের কেন্দ্রে ভোটদান করেন
অসম- অসমের ডিব্রুগড়ে ১৫৬ ও ১৫৮ নম্বর কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। বেলুন দিয়ে সাজানো হয় বুথ। অসমের ৫টি কেন্দ্রে প্রথম দফায় ভোটগ্রহন চলে
জম্মু ও কাশ্মীর- জম্মু ও কাশ্মীরের পুঞ্চের ১৫২ নম্বর কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
জম্মু ও কাশ্মীর- জম্মু ও কাশ্মীরের গান্ধীনগরের ১৫ ও ১৬ নম্বর কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব
উত্তরাখণ্ড- উত্তরাখণ্ডের হলদোয়ানি কেন্দ্রে ভোট দিতে ভোটারদের ভিড়। প্রথম দফায় মোট ৫টি কেন্দ্রে ভোটগ্রহন চলে এখানে
উত্তরাখণ্ড- উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত হলদোয়ানির দেবলচাউর কেন্দ্রে ভোট দিতে আসেন।
সাহারানপুর- জে বি জইন ডিগ্রি কলেজে তৈরী হয়েছে ৩৪৯ নম্বর বুথ। চলছে ভোটগ্রহণ পর্ব
মহারাষ্ট্র- নাগপুরে ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হন আরএসএস প্রধান মোহন ভগবত। বলেন, ভোটদান আমাদের কর্তব্য
বাঘপথ- বারাউতের ১২৬ নম্বর বুথে ফুলের পাপড়ি ছড়িয়ে ঢাক ঢোল সহোযোগে আহ্বান করা হয় ভোটারদের
বাঘপথ- বারাউতের ১২৬ নম্বর বুথে ফুলের পাপড়ি ছড়িয়ে ঢাক ঢোল সহোযোগে আহ্বান করা হয় ভোটারদের
অন্ধ্রপ্রদেশ- অন্ধ্রপ্রদেশের পুলিভেন্দুলা কেন্দ্রের বাইরে ভোটদাতাদের লম্বা লাইন
অন্ধ্রপ্রদেশ- অমরাবতী কেন্দ্রে ভোট দেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তাঁর পরিবার
অন্ধ্রপ্রদেশ- অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম কেন্দ্রে চলছে ভোটগ্রহন। অন্ধ্রপ্রদেশের মোট ২৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -