বেঙ্গালুরুর রাস্তায় হেলমেট না পরে বাইক-স্কুটার চালালেই তেড়ে আসছেন যমরাজ!
সেই সময় আর জে মাধুরী একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, তিনি হেলমেট না পরে স্কুটার চালাচ্ছেন আর যমরাজ এসে ধরেছেন। ট্র্যাফিক নিয়ম পালনের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই ওই ভিডিও পোস্ট করেন মাধুরী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে এ বছরের জানুয়ারিতে নাগপুরেও পথ নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করতে যমরাজকে ব্যবহার করেছিল ট্র্যাফিক পুলিশ। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
বেঙ্গালুরুর রাস্তায় যমরাজের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি সৌজন্যে ট্যুইটার
অনুপম আরও জানিয়েছেন, লোকজন গাড়ি চালানোর সময় যাতে নিয়ম মানেন এবং জীবনের ঝুঁকির বিষয়টি মাথায় রাখেন, সেটা নিশ্চিত করার জন্যই তাঁরা যমরাজ নামক চরিত্রকে ব্যবহার করছেন। ছবি সৌজন্যে ট্যুইটার
এই মাসে পথ নিরাপত্তার বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করার জন্য স্কুল-কলেজগুলিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে বেঙ্গালুরুর ট্র্যাফিক পুলিশ। ছবি সৌজন্যে ট্যুইটার
বেঙ্গালুরুর ট্র্যাফিক পুলিশ বিভাগের আধিকারিক অনুপম অগ্রবাল জানিয়েছেন, জুলাই মাসটিকে তাঁরা পথ নিরাপত্তা মাস হিসেবে পালন করছেন। ছবি সৌজন্যে পিটিআই
হেলমেট না পরলে, বেপরোয়াভাবে গাড়ি চালালে বা ট্র্যাফিক নিয়ম না মানলে যে জীবনের ঝুঁকি থাকতে পারে, মানুষকে সেটা বোঝানোর জন্যই যমরাজকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করেছে বেঙ্গালুরু পুলিশ। ছবি সৌজন্যে পিটিআই
পথ নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিয়েছে বেঙ্গালুরুর পুলিশ। এক পুলিশকর্মী যমরাজ সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি গাড়ি চালকদের হুঁশিয়ারি দিচ্ছেন, নিয়ম না মানলেই তাঁদের বাড়িতে হাজির হবেন। ছবি সৌজন্যে ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -