দেখুন, মহারাষ্ট্রে ভোট দিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী সহ বলিউড তারকারা
নাগপুরের একটি বুথে স্ত্রী অম্রুতা ও মা সরিতাকে নিয়ে ভোট দিতে যান ফড়নবিশ। ছবি সৌজন্যে এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিতেশের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। ছবি সৌজন্যে এএনআই
লাতুরের একটি বুথে ভোট দিতে যান অভিনেতা রিতেশ দেশমুখ। ছবি সৌজন্যে এএনআই
বান্দ্রা পশ্চিমের একটি বুথে ভোট দিতে যান মাধুরী দীক্ষিত। ছবি সৌজন্যে এএআই
ভোট দিতে যান পরিচালক কুণাল কোহলি। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে লারা বলেছেন, ‘দায়িত্বশীলভাবে উন্নয়ন করা উচিত।’ ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
অভিনেত্রী স্ত্রী লারা দত্তর সঙ্গে ভোট দিতে যান ভূপতি। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
আমির এখন করিনা কপূরের বিপরীতে লাল সিংহ চাড্ডা ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
মহারাষ্ট্রের সব ভোটারকে বুথে আসার আহ্বান জানিয়েছেন আমির। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
আমিরের সঙ্গে ভোট দিতে যান তাঁর স্ত্রী কিরণ রাও। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
বান্দ্রা পশ্চিমের সেন্ট অ্যানি চার্চ স্কুলে ভোট দিতে যান আমির। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
আজ সকাল সাতটা থেকে চলছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ। সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোট। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ, বলিউড তারকা আমির খান, মাধুরী দীক্ষিত, টেনিস তারকা মহেশ ভূপতিরা সকালে ভোট দিতে যান। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -