মানুষ নয়, নিজেকে কুকুর ভাবেন এই ব্যক্তি, থাকা-খাওয়াও সেভাবে
এই ল্যাজ লাগিয়েই চতুর্দিক ঘুরে বেড়ান তিনি। (সব ছবি: টুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি ভালবাসেন টিভি দেখতে। রেস্তোঁরায় গেলে আর পাঁচজনের মত হাতে তুলে খাবার খেতে হয় কিন্তু তা তাঁর বিলকুল না পসন্দ।
এই অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি।
ডগ কস্টিউম পরে তিনি পার্কে ঘুরতে যান। অচেনা লোক দেখলে গজরান, তাঁদের জিনিস মুখে কামড়ে এক ছুটে পালান। লোকে এসব দেখে হতবাক হয়ে যায় কিন্তু তাঁর দারুণ মজা লাগে।
তাঁর পছন্দের খাবার ডগ বিস্কুট। এই পোশাক কিনতে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা।
শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে কুকুরের মত গরগর করেন তিনি। জিনিসপত্র নিয়ে যান দাঁতে কামড়ে।
নিজেকে কুকুরের চেনে বেঁধে রাখেন তিনি। মানুষ দেখলে হাত চেটে দেন, প্রভুভক্ত কুকুরের মত।
সারাক্ষণ পরে থাকেন কুকুরের পোশাক। খাবারও খান কুকুরের পাত্রে, চেটে চেটে।
তাঁর ধারণা, তিনি আসলে কুকুর। কুকুরদের মতই জীবনযাপন করেন তিনি।
কেজের বাড়ি ইংল্যান্ডে, একটি দোকানের তিনি ম্যানেজার। কিন্তু ঘটনা হল, কেজ নিজেকে মানুষ বলে মনে করেন না।
ইনি কেজ জেমস, বয়স ৩৭।
এই জগতে কত অদ্ভুত মানুষই না বাস করেন! এমনই এক আশ্চর্য ব্যক্তির এবার খবর দেব আমরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -