Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পিঠে বাঁধা শিশু, মণিকর্ণিকা ছবির শ্যুটিংয়ে ৪০ ফুট উঁচু দেওয়াল থেকে লাফাতে গিয়ে জখম কঙ্গনা
সব ছবি: মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগেও তলোয়ার চালানোর দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে তলোয়ারের কোপে কঙ্গনার কপাল গভীরভাবে কেটে যায়। ১৫টি সেলাই পড়ে।
কঙ্গনা ছাড়া অভিনয় করছেন সোনু সুদ, সুরেশ ওবেরয়, অতুল কুলকার্নি ও অঙ্কিতা লোখান্ডে।
আগামী বছর ২৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
কঙ্গনাকে ১ সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে, ততদিন বন্ধ থাকবে শ্যুটিং।
বিমানবন্দরে দেখা গেল হাসিমুখে কঙ্গনাকে।
এক্স রে-তে দেখা যায়, লিগামেন্ট ছিঁড়েছে। এটাই ছিল ছবির শেষ বিপজ্জনক স্টান্ট দৃশ্যের শ্যুটিং।
শিশুটির দিকে নজর রাখতে গিয়ে মাটিতে ঠিকমত পা ফেলেননি কঙ্গনা। ফলে গোড়ালিতে চোট পান তিনি। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জোধপুরের মেহরানগড় দুর্গের ৪০ ফুট উঁচু প্রাচীর থেকে পিঠে শিশু বেঁধে নীচে ঝাঁপিয়েছিলেন তিনি।
রানি লক্ষ্মীবাইয়ের দুর্গপ্রাকার থেকে লাফিয়ে পড়ার স্টান্ট করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়েছে তাঁর।
মণিকর্ণিকা- দ্য কুইন অফ ঝাঁসি ছবির শ্যুটিংয়ে স্টান্ট করতে গিয়ে চোট পেয়েছেন কঙ্গনা রানাওয়াত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -