সঞ্জয় মঞ্জেরেকরের স্বপ্নের দলে নেই সৌরভ, কুম্বলে
মঞ্জেরেকরের দলে সফল খেলোয়াড় হিসেবে সুপরিচিত প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ ও টিম ইন্ডিয়ার বর্তমান কোচ তথা ভারতের পক্ষে সর্বাধিক উইকেট সংগ্রহকারী অনিল কুম্বলের জায়গা হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্পিন বিভাগে বিষেণ সিংহ বেদির সঙ্গে মঞ্জেরেকর দলে রেখেছেন এরাপল্লি প্রসন্ন ও ভগবত চন্দ্রশেখরকে। পেসার হিসেবে রয়েছেন জাহির খান।
১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে স্বপ্নের দলের অলরাউন্ডার হিসেবে বেছে নিয়েছেন মঞ্জেরেকর।
পাঁচ নম্বরে রয়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ছয় নম্বরে উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি। ধোনিকেই দলের অধিনায়ক বেছে নিয়েছেন মঞ্জেরেকর।
তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর পাঁচ নম্বরে রয়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ছয় নম্বরে উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি। ধোনিকেই দলের অধিনায়ক বেছে নিয়েছেন মঞ্জেরেকর।
মঞ্জেরেকরের দলে ওপেনার ‘লিটল মাস্টার’ সুনীল গাওস্কর ও বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ।
এই ক্যাম্পেনে টিম ইন্ডিয়ার প্রাক্তন খেলোয়াড়, অধুনা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরেকরও নিজের স্বপ্নের দল বেছে নিয়েছেন।
কানপুরে ৫০০ তম টেস্ট খেলছে টিম ইন্ডিয়া। এই উপলক্ষ্যে বিসিসিআই বিশ্বের ক্রিকেট অনুরাগীদের স্বপ্নের ভারতীয় দল বেছে নেওয়ার জন্য ক্যাম্পেন শুরু করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -