ছবিতে দেখুন: স্টারডমে কেমন মজেছেন মানুষী ছিল্লর
তিনি জানান, কলেজে পড়ার সময় থেকেই তিনি এই কাজে নিজেকে নিযুক্ত করেছেন। আর এই উদ্যোগকে কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে দিতে চান। তিনি জানান, ভবিষ্যতেও তিনি এই কাজে নিজেকে যুক্ত রাখবেন। ছবি - ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকবিতা লেখা, ছবি আঁকা এবং কুচিপুরী নৃত্য ভালবাসেন মানুষী। তিনি হৃদ-বিশেষজ্ঞ হতে চান। একইসঙ্গে মহিলাদের মধ্যে ঋতুস্রাব-স্বচ্ছতার সচেতনতা বৃদ্ধি করার কাজে নিজেকে যুক্ত রেখেছেন। ছবি - ইনস্টাগ্রাম
তিনি জানান, প্রতিযোগীদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবেন যে, তাঁরা আদতে যেমন, সেই রূপেই যেন তাঁরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের আরও ভালভাবে মেলে ধরেন। ছবি - ইনস্টাগ্রাম
এমনকী, গত বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যাঁরা অংশগ্রহণ করেছিলেন, সকলের নিজস্বতা ছিল। তাই এর কোনও নির্ধারিত উদাহরণ হয় না। শুধু এটুকু বলতে চাই, যতটা সম্ভব শিখতে এবং নিজস্বতা বজায় রাখতে। ছবি - ইনস্টাগ্রাম
ভাবী প্রতিযোগীদের উদ্দেশ্যে তিনি কোনও জয়ের টোটকা দিতে চান? জবাবে মানুষী বলেন, আমার মনে হয়, এর কোনও তৈরি ফর্মুলা বা রাস্তা নেই যাতে খেতাব জেতা যায়। কারণ, সকলে নিজ নিজ রাস্তা অবলম্বন করেন। ছবি - ইনস্টাগ্রাম
মঙ্গলবারের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার শেষে উত্তরসূরীকে নিজের শিরোপা পরিয়ে দেবেন মানুষী। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন করিনা কপূর খান, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং মাধুরী দীক্ষিত। ছবি - ইনস্টাগ্রাম
২১ বছরের মানুষী বলেন, ক্যামেরার সামনে আমার ভাল লাগে। আর এই বিষয়টি আমি সম্প্রতি জানতে পেরেছি। যা যা পরিবর্তন আমার জীবনে হচ্ছে, বিভিন্ন বিষয় যেভাবে আমার সামনে আসা-যাওয়া করছে, আমি সেগুলিকে গ্রহণ করার চেষ্টা করি। এখন বলিউডে কাজ করার প্রস্তাব যখন আমার সামনে আসবে, যখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে, তখন আমি সঠিক সিদ্ধান্ত নেব। ছবি - ইনস্টাগ্রাম
মানুষীকে প্রশ্ন করা হয়েছিল, শিরোপা উত্তরসূরীকে পরানোর পর তাঁর পরিকল্পনা কী? তিনি বলেন, মিস ওয়ার্ল্ড হিসেবে আমার কাছে আরও ৬ মাস সময় রয়েছে। আমার কলেজের পড়াশোনা শেষ হয়নি। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি। এটা এমন একটা জিনিস, যা আগে আমি দেখিনি, আর আমি এই বিষয়ে কিছু জানিওনা। তাছাড়া, আমি ছবিও বেশি দেখি না। তাই, আমার জন্য এটা শেখার বিষয়। ছবি - ইনস্টাগ্রাম
এই প্রসঙ্গে মানুষীর বক্তব্য-- ক্যামেরার প্রতি তাঁর প্রেম তিনি অনেকটা পরে বুঝতে পেরেছেন। যদিও, বলিউডে আসার সিদ্ধান্ত তিনি কিছুদিনের জন্য স্থগিত রাখতে চান। ছবি - ইনস্টাগ্রাম
সুন্দরী প্রতিযোগিতায় প্রত্যেক প্রাক্তন বিজয়ীদের পরবর্তী পদক্ষেপ বলিউড হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক, মঙ্গলবার রাতে নিজের শিরোপা উত্তরসূরীকে পরিয়ে দেওয়ার পর এবং চলতি বছরের শেষে মিস ওয়ার্ল্ডের শিরোপা উত্তরসূরীকে হস্তান্তর করার পর ২০১৭ মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লর কী বলিউডে নিজের ভাগ্য চেষ্টা করে দেখবেন? ছবি - ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -