প্রথম মহিলা হিসেবে সেনা দিবসের কুচকাওয়াজকে নেতৃত্বদান, চতুর্থ প্রজন্মের সেনানী ক্যাপ্টেন তানিয়া শেরগিল
তাঁর বাবা, ঠাকুর্দা ও প্রপিতামহ সকলেই সেনায় ছিলেন। বাবা ছিলেন ১০১ মিডিয়াম রেজিমেন্ট (আর্টিলারি) এবং ঠাকুর্দা ছিলেন ১৪তম আর্মড রেজিমেন্ট। আবার প্রতিতামহ ছিলেন শিখ রেজিমেন্টে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান।
আজ ৭২তম সেনা দিবস। দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ছিল বিশেষ অনুষ্ঠান। অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে ও সদ্যনিযুক্ত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
আসন্ন প্রজাতন্ত্র দিবসের দিন প্যারেড অ্যাডজুট্যান্ট হিসেবে পুরুষদের কন্টিনজেন্টকে নেতৃত্ব দেবেন তিনি। গত বছর, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজকে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন ভাবনা কস্তুরী।
ক্যাপ্টেন তানিয়া শেরগিল হলেন সেনার কোর অফ সিগন্যালের অফিসার। ২০১৭ মার্চে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নেন তানিয়া। তিনি ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন্স-এ স্নাতক।
এদিন প্রথম মহিলা অফিসার হিসেবে সেনা দিবসের কুচকাওয়াজের নেতৃত্ব দেন তানিয়া শেরগিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -