দেখুন, উদ্বোধন হতে চলা ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথের ছবি
ভারতে এই প্রথম কোনও সুড়ঙ্গপথে বিশ্বমানের টানেল কন্ট্রোল সিস্টেম থাকছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ২ এপ্রিল জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ পথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর তৈরি হয়েছে এই সুড়ঙ্গ পথ
সুড়ঙ্গপথে যে বিশেষ ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে, সেগুলি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে
চেনানি থেকে নাশরি পর্যন্ত যেতে হলে এখন ৪১ কিমি পথ অতিক্রম করতে হয়। সুড়ঙ্গপথের মাধ্যমে সেই দূরত্ব কমে হবে মাত্র ১০.৯ কিমি। ছবি সৌজন্যে বিজেপি
নিরাপত্তার জন্য এই সুড়ঙ্গপথে বসানো হয়েছে বিশেষ সিসিটিভি ক্যামেরা
স্বয়ংক্রিয় ভেন্টিলেশন, অগ্নি নির্বাপণের ব্যবস্থা, সিগন্যাল, যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিন ব্যবস্থা থাকবে এই সুড়ঙ্গপথে। ছবি সৌজন্যে ট্যুইটার
২০১১ সালের মে মাসে ৯.২ কিমি সুড়ঙ্গপথের নির্মাণকার্য শুরু হয়
এই সুড়ঙ্গপথে দিনের ব্যস্ত সময়ে এবং অন্য সময়ে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল করেছে গত কয়েকদিন ধরে। সেই পরীক্ষা সফল হয়েছে। ছবি সৌজন্যে ট্যুইটার
জরুরি অবস্থায় সুড়ঙ্গপথ থেকে বেরনোর জন্য থাকছে ২৯টি পথ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -