প্রথমে মিস জম্মু, তারপর সেক্স টেপ বিতর্ক, শেষে লোক ঠকানোর অভিযোগ ভোজপুরি সিনেমার অভিনেত্রীর বিরুদ্ধে
পুলিশ আধিকারিকদের অনুমান, অনারার এই চক্র খুবই বড়। তা অন্য রাজ্যেও ছড়ানো রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইলাহাবাদ পুলিশ ওমপ্রকাশ ও শত্রুঘ্ন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং প্রোডাকশন হাউসের অফিসও সিল করে দিয়েছে।
লগ্নিকারীরা দেখতে পান যে, ইলাহাবাদের অভিজাত সিভিল লাইন্স এলাকায় পত্রিকা মোড়ে একটি ভবনে চলা সংস্থার অফিসটিও প্রায়শই বন্ধ পড়ে থাকত। এরইপরিপ্রেক্ষিতে, ইলাহাবাদ ও লখনউ অনারা সহ কয়েকজনের নামে বেশ কিছু প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।
এভাবে অজয় দেবগনের সিনেমায় লগ্নি এবং তাঁর সঙ্গে দেখা করানোর প্রতিশ্রুতি দিয়ে বহু লোকের কাছ থেকে অর্থ আদায় করা হয় বলে অভিযোগ। লগ্নিকারীদের প্রথম কয়েক মাস অর্থও দেওয়া হয়েছিল।কিন্ত গত চার মাস ধরে আর অর্থ পাচ্ছিলেন না তাঁরা। এরপরই লোকজন অভিযোগ তুলতে শুরু করেন।
আরও বলা হয়েছিল, সিনেমায় যাঁরা লগ্নি করবেন, তাঁদের শুধু লভ্যাংশই নয়, সঙ্গে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থও দেওয়া হবে।
ইম্পিরিয়াল নামে ওই প্রোডাকশন কোম্পানির মাধ্যমে লোকজনের মধ্যে প্রচার করা হয় যে, অজয় দেবগন কে নিয়ে দিলওয়ালে পার্ট ২ সিনেমা তৈরি করা হবে। ওই সিনেমায় লগ্নি হবে ৩০০ কোটি টাকা।
উল্লেখ্য, ১২ বছর আগে তথাকথিত সেক্স সিডি নিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন অনারা। তিনি ইলাহাবাদের ওমপ্রকাশ যাদব সহ অন্যান্যদের সঙ্গে হাত মিলিয়ে একটি প্রোডাকশন কোম্পানি খোলেন বলে অভিযোগ।
পুলিশের এই বক্তব্য থেকেই স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বার্তা দিলেও অনারা রেহাই পাচ্ছেন না। গ্রেফতারির খাঁড়া এখনও তাঁর ওপর ঝুলছে। ইউটিউবে পোস্ট করা ভিডিও-ও আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে কেঁদেও ফেলেন অনারা।
অন্যদিকে ইলাহাবাদ পুলিশ জানিয়েছে, তাদের তদন্তে অনারার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। এ জন্যই এই মামলায় তাঁকে গ্রেফতার করা হবে। অনারা ও তাঁর সঙ্গীরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় ইলাহাবাদ পুলিশ আগেই লুক আউট নোটিশ জারি করে দেশের বিমানবন্দরগুলিতে হাইঅ্যালার্ট জারি করেছে।
সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ভিডিওতে অনারা স্বীকার করেছেন যে, বিতর্কিত প্রোডাকশন কোম্পানিতে তিন মাস আগে পর্যন্ত ডিরেক্টর ছিলেন। তারপরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোম্পানির প্রচারের কাজ করেছেন।
অনারার দাবি, তিনি নির্দোষ, কারুর সঙ্গে কোনও প্রতারণা করেননি। অনারা আরও বলেছেন, ২০০ টাকার প্রতারণা করলে তিনি তো বিদেশে পালিয়ে যেতেন।
অজয় দেবগনের সিনেমা দিলওয়ালে পার্ট ২-র নামে লোকজনকে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত ভোজপুরি সিনেমার অভিনেত্রী তথা প্রাক্তন মিস জম্মু অনারা গুপ্তা গ্রেফতারি এড়াতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সাফাই গেয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -