এক ঝলকে মোদি ২.০ মন্ত্রিসভার মহিলা সদস্যরা...
অমেঠি কেন্দ্রে রাহুল গাঁধীকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্মৃতি ইরানি। তিনি এবার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেণুকা সিংহ সারুতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন। তিনি ছত্তিসগঢ়ের উপজাতি নেত্রী। রাজ্যে তিনি রমণ সিংহ সরকারের আমলেও মন্ত্রী ছিলেন।
গতবারের মতো এবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক পেলেন নির্মলা সীতারমণ। তিনি এবার অর্থমন্ত্রকের দায়িত্বে।
সাধ্বী নিরঞ্জন জ্যোতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। প্রথম মোদি সরকারের আমলে তিনি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকে প্রতিমন্ত্রী ছিলেন।
এবারও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন হরসিমরত কৌর। গত মন্ত্রিসভায় ভাতিন্ডার এই অকালি সাংসদ কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ছিলেন।
প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী হলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -