দেখুন, সৌরমন্ডলের বাইরে সাতটি নতুন গ্রহের সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা
মহাকাশ বিজ্ঞানী মিশেল গিলন বলেছেন, গ্রহগুলি যে নক্ষত্রকে আবর্তন করছে, সেটি সূর্যের তুলনায় অনেক ছোট ও ঠান্ডা। ছবি সৌজন্যে ট্যুইটার/নাসা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসৌরমন্ডলের বাইরে সাতটি নতুন গ্রহের সন্ধান পেয়েছে নাসা। সবকটি গ্রহের আকারই পৃথিবীর মতো। ট্রাপিস্ট-১ নামে একটি নক্ষত্রকে আবর্তন করছে। ছবি সৌজন্যে ট্যুইটার/নাসা
পৃথিবীর আকারের সাতটি গ্রহের সন্ধান পাওয়া নিঃসন্দেহে নাসার বড় সাফল্য। পৃথিবীর বাইরেও প্রাণের সন্ধান পাওয়া যায় কি না, সেটা জানার জন্য অবশ্য এখনও অপেক্ষা করতে হবে। ছবি সৌজন্যে ট্যুইটার/নাসা
নাসার আধিকারিক টমাস জুর্বকেন বলেছেন, এই প্রথম একটি নক্ষত্রের আশেপাশে একসঙ্গে এতগুলি গ্রহের খোঁজ পাওয়া গিয়েছে। এই সাতটি গ্রহের মধ্যে তিনটিতে জল থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই প্রাণের সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। ছবি সৌজন্যে ট্যুইটার/নাসা
পৃথিবী ছাড়া অন্য কোনও গ্রহে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে? বহুদিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন সারা পৃথিবীর বিজ্ঞানীরা। এ বিষয়েই নাসার বিজ্ঞানীরা নতুন করে আশার আলো দেখছেন। ছবি সৌজন্যে ট্যুইটার/নাসা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -