স্করপিন শ্রেণির কলবারী সাবমেরিনে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা নৌসেনার
নৌসেনার তরফে জানানো হয়, প্রোজেক্ট ৭৫-এর আওতায় স্করপিন শ্রেণির মোট ৬টি ডুবোজাহাজ তৈরি হবে। আইএনএস কলবারী হল প্রথম সাবমেরিন। দ্বিতীয় সাবমেরিন হল আইএনএস খাণ্ডেরি। যা আগামী ডিসেম্বরে অন্তর্ভুক্ত করা হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত সাফল্যের সঙ্গে লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। এর ফলে, ভারতীয় সমুদ্রতলের যুদ্ধে নৌসেনার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে বলে ধারনা বিশেষজ্ঞদের।
এদিন আরবসাগরে এই পরীক্ষা হয়। জানা গিয়েছে, এদিন অত্যাধুনিক অ্যান্টি শিপ মিসাইল বা জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। আধুনিক যুদ্ধের উপযোগী বিভিন্ন ধরনের অস্ত্র নিক্ষেপে সক্ষম এই সাবমেরিন।
ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বইয়ের মাঝগাঁও ডকে এই অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরি হয়েছে। এই জাহাজের বিশেষত্ব হল, এটি অত্যন্ত গোপনে কাজ করে। অর্থাৎ, শত্রুর রেডারে অলক্ষ্যে তা গমন বা উত্তরণ করতে সক্ষম।
ভারতীয় নৌসেনার নবনির্মিত স্করপিন শ্রেণির সাবমেরিন ‘আইএনএস কলভারী’ -তে প্রথমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল নৌসেনা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -