দেখুন! স্ত্রী ও ৩ ছেলেমেয়েকে নিয়ে শাহরুখের ফ্যামিলি ফটোশ্যুট
ছোট্ট আরিয়ান। মনে পড়ে সেই পুরনো এসআরকে-কে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরেকটি চেনা ছবি।
ছোট ছেলে ও মেয়ের সঙ্গে কিছুদিন আগে বিমানবন্দরে।
জন্মের পর থেকে বেশিরভাগ সময়টা বাবার কোলেই কাটায় আব্রাম।
ছবিটি তোলা হয়েছিল কয়েক মাস আগে, লন্ডনে, আরিয়ানের গ্র্যাজুয়েশন ডে-তে।
এই ছবিটি দেখুন!
আব্রামের জন্মের আগে তোলা এই ছবি।
বাবার সঙ্গে দুই ছেলেমেয়ে।
লন্ডনে প্রকাশিত হওয়া একটি বইয়ের জন্য হয়েছে এই ফটোশ্যুট। একটি রিয়্যাল এস্টেট সংস্থার জন্য ইন্টিরিয়র ডিজাইন সংক্রান্ত ব্যাপারে গৌরী ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। (ছবি: বটম লাইন ইন্ডিয়া)
স্ত্রী গৌরী ও ৩ ছেলেমেয়ের সঙ্গে শাহরুখ। বড় দুই ছেলেমেয়ে আরিয়ান ও সুহানা ইতিমধ্যেই ইউথ সেনসেশন। আর ছোট্ট আব্রাম এসআরকে ভক্তদের চোখের মণি। (ছবি: ইনস্টাগ্রাম)
বহুদিন পর গোটা পরিবারের সঙ্গে ফটোশ্যুটে শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -