সারাদিন বাইরে কাজ করতে হয়? সাবধান! ক্যান্সারের আশঙ্কা আছে
পেশাগত কারণে যাঁরা বাইরে কাজ করতে বাধ্য হন, তাঁদের সানস্ক্রিন ব্যবহার করা উচিত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগবেষকরা বলেছেন, যাঁরা বাইরে কাজ করেন, তাঁদের সূর্যের অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলা উচিত
গবেষণার ফলেই স্পষ্ট, যাঁরা ঘরে কাজ করেন, তাঁদের ত্বকের ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেক কম
পর্বতারোহনে সহায়কদের মধ্যে ৩৩.৩ শতাংশ ব্যক্তির, ২৭.৪ শতাংশ কৃষকের, বাগানে কাজ করা ১৯.৫ শতাংশ ব্যক্তির এবং ঘরে কাজ করা ৫.৬ শতাংশ ব্যক্তির ত্বকের ক্যান্সার হয়েছে বলে জানা গিয়েছে গবেষণায়
৫৬৩ জনের উপর এই গবেষণা চালানো হয়েছে। তাঁদের মধ্যে ৩৪৮ জন বাইরে কাজ করেন এবং ২১৫ জন ঘরে কাজ করেন। বাইরে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যে ৪৭ শতাংশ মহিলা, ৩৯ শতাংশ কৃষক, ৩৫ শতাংশ ব্যক্তি বাগানে কাজ করেন এবং ২৬ শতাংশ ব্যক্তি পর্বতারোহনে সহায়তা করেন
জার্মানিক মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষক আলেকজান্ডার জিঙ্ক বলেছেন, একজন ব্যক্তি রোদে কতক্ষণ বাইরে কাজ করছেন, সেটাই আসল। তাই রোদ যথাসম্ভব এড়িয়ে চলা উচিত
ইউরোপিয়ান অ্যাকাডেমি অফ ডারমাটোলজি অ্যান্ড ভেনেরিওলজির একটি সাময়িক পত্রিকায় এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণের ফলেই ত্বকের ক্যান্সারের আশঙ্কা থাকে
পেশাগত কারণে যাঁদের রোজ অনেকটা সময় বাইরে কাজ করতে হয়, তাঁদের নন-মেলানোমা ত্বকের ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে। একটি গবেষণায় এমনই জানা গিয়েছে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -