সলমন খানের 'ভারত'-এর নতুন লুকে মুগ্ধ প্যারিস হিলটন, দেখুন সেই ছবি
সলমন খানের খ্যাতি ভারতের গন্ডি ছাড়িয়েছিল আগেই। আর এবার তাঁর ভক্তের তালিকায় জুড়ল নতুন নাম। তিনি হলেন আমেরিকান মডেল ও অভিনেত্রী প্যারিস হিলটন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসলমন খান ছাড়াও ছবিতে রয়েছেন ক্যাটরিনা কইফ, দিশা পাটনি, তাবু ও নোরা ফতেহি।
‘ভারত’-এ বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। ফলে সিনেমায় দেখা যাবে তাঁর বিভিন্ন লুক।
আলি আব্বাস খানের পরিচালনায় ‘ভারত’-এ অভিনয় করেছেন সলমন খান। একটি দক্ষিণ কোরিয়ার ছবির রিমেক হল ‘ভারত’
ছবিতে সলমন লেখেন, ‘যৌবন আমার প্রিয় ছিল’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘ভারতের যৌবন’।
সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন সিনেমা ‘ভারত’-এর একটি পোস্টার শেয়ার করেছেন সলমন। ছবিতে এক্কেবারে অল্পবয়স্ক দেখাচ্ছে তাঁকে। আর সেই ছবিটেই ‘কুল’ ইমোজি দিয়ে কমেন্ট করেন প্যারিস হিলটন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -