ছবিতে দেখুন: প্যারিসের ঐতিহাসিক নোত্র দাম গির্জায় ভয়াবহ আগুন
৬. হিন্ডালগো টুইটার হ্যান্ডেলে লিখেছেন, প্যারিসের নোত্রদাম গির্জায় ভয়াবহ আগুনের কবলে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা গীর্জা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযেগ রেখে চলেছি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্যারিসের মেয়র অ্যানি হিন্ডালগোকে এই আগুনকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। ছবি-টুইটার
বাঙালিদের কাছে নোত্র দাম গির্জার পরিচয় অবশ্য ভিক্টর হুগোর হাত ধরে। প্রায় ২০০ বছর আগে প্রকাশিত তাঁর হাঞ্চব্যাক অব নোত্র দাম উপন্যাস পড়েননি, এমন সাহিত্যপ্রেমী বিরল।
আগুনে গির্জার ছাদ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। গভীর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। প্রাথমিক তদন্তে অনুমান, গির্জা সংস্কারের কাজ চলছিল। তার থেকেই কোনওভাবে আগুন লেগে থাকতে পারে।
৬ বছর আগে সাড়ে আটশতম জন্মদিন পালন করা নোত্র দাম গির্জায় আগুন লাগার খবর পাওয়া মাত্র এলাকায় জড়ো হন হাজার হাজার প্যারিসবাসী।
সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ এই গির্জায় আগুন লাগে। জ্বলতে জ্বলতে ভেঙে পড়ে গির্জার একটি চূড়ো। (ছবি: এএফপি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -