ছবিতে দেখুন: ৮৯ তম বর্ষপূর্তিতে ফিরে দেখা মহাত্মা গাঁধীর ডান্ডি অভিযান
ডান্ডি অভিযানের পথে মহাত্মা গাঁধী। ছবি সৌজন্য - প্রেস ইনফরমেশন ব্যুরো/এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমুদ্রের জল থেকে লবণ উৎপন্ন করার জন্য গ্রামবাসীদের ওপর কর চাপিয়েছিল ব্রিটিশ সরকার। ৬ এপ্রিল ভোর সাড়ে ৬ টা নাগাদ সেই লবণ আইন ভাঙেন গাঁধীজি। ছবি সৌজন্য - উইকিপিডিয়া
২৪-দিনের ওই যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালের ১২ মার্চ। শেষ হয়েছিল সেই বছরের ৬ এপ্রিল। অহিংসা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের আরোপ করা কর মোকাবিলা এবং ইংরেজদের লবণ আধিপত্যের বিরুদ্ধেই ছিল এই অভিযান। ছবি সৌজন্য - পিটিআই আর্কাইভ
তদানিন্তন ব্রিটিশ শাসনের লাগু করা লবণ আইন ভঙ্গ করতে ডান্ডি অভিযান করেন গাঁধীজি। সেখানে লবণজল তুলে তাকে শুকিয়ে সেখান থেকে লবণ উৎপন্ন করেন তাঁরা। গাঁধীজি তাঁর মুঠোয় যে লবণ তুলেছিলেন, পরবর্তীকালে নিলাম তার দর উঠেছিল ১৬০ মার্কিন ডলার। ছবি সৌজন্য - গেটি ইমেজেস
১৯৩০ সালের ১২ মার্চ, ৮০ সত্যাগ্রহীকে সঙ্গে নিয়ে সবরমতী আশ্রম থেকে গুজরাতের সীমান্তবর্তী গ্রাম ডান্ডির উদ্দেশে পদযাত্রা শুরু করেছিলেন মহাত্মা গাঁধী। প্রায় ৩৯০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন তিনি। ছবি সৌজন্য - উইকিপিডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -