লোকসভা ভোটের প্রচার শুরু আগে ইলাহাবাদে গঙ্গাপুজো প্রিয়ঙ্কার, গঙ্গায় আচমন, আরতি করে গঙ্গাবক্ষে যাত্রা শুরু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2019 12:25 PM (IST)
1
প্রিয়ঙ্কাকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। নিরাপত্তারক্ষীদের আপত্তি অগ্রাহ্য করে উৎসাহী জনতার সঙ্গে সেলফি তোলেন প্রিয়ঙ্কা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
নদীপথে প্রচার চালানোর সময় তিনি তার নতুন অনুষ্ঠানের সূচনা করবেন। তিনদিন ধরে গঙ্গাবক্ষে প্রচার চালাবেন প্রিয়ঙ্কা গাঁধী।
3
আজ সকালে প্রথমে গাঁধী পরিবারের বাসভবন আনন্দভবনে যান প্রিয়ঙ্কা। এরপর সঙ্গমে যাওয়ার পথে, অক্ষয় বটের দর্শন করেন।
4
ত্রিবেণী সঙ্গমে গিয়ে দুগ্ধাভিষেক, আরতি ও গঙ্গায় আচমন করেন প্রিয়ঙ্কা। এরপর তিনি হনুমানের পুজো করেন।
5
আজই ইলাহাবাদে পৌঁছান প্রিয়ঙ্কা। পূজো দিয়ে আজ থেকে গঙ্গায় ৩ দিনের গঙ্গাবক্ষে প্রচার চালাবেন তিনি।
6
প্রয়াগরাজের বড় হনুমান মন্দিরে আরতি করেন প্রিয়ঙ্কা গাঁধী।
7
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -