প্রিয়ঙ্কার ছেলেকে নিয়ে তিরুপতির বালাজি মন্দিরে পুজো দিলেন রাহুল গাঁধী
রাহুল গাঁধী ও রাইহান ভদ্রের আসার খবর পেয়ে আগে থেকেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর পর মন্দিরের তরফ থেকে রাহুল গাঁধীকে সিল্কের শাল, প্রসাদ ও স্মারক দেওয়া হয়। মন্দিরে প্রায় ২০ মিনিট ছিলেন তাঁরা।
তিরুপতিতে পৌঁছে প্রথমে তিরুমালা তিরুপতি দেবাশ্রমে কিছুক্ষণ বিশ্রাম নেন রাহুল গাঁধী ও রাইহান ভদ্র। এরপর তাঁরা মন্দিরে পুজো দিতে যান।
১০ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে প্রাচীন ওই মন্দিরে পৌঁছোন রাহুল গাঁধী ও রাইহান ভদ্র। ভেঙ্কটেশ্বর বালাজি মন্দিরে পৌঁছোতে প্রায় ২ ঘন্টা সময় লাগে তাঁদের।
মন্দিরের প্রধান দরজায় পৌঁছে মন্দিরের কর্মকর্তাদের থেকে সাদর আমন্ত্রণ পান রাহুল গাঁধী। রাইহান ভদ্রের উপস্থিতি সকলের নজর কাড়ে।
বোন প্রিয়ঙ্কা ভদ্রর ছেলে রাইহান ভদ্রকে নিয়ে তিরুপতির তিরুমালার ভেঙ্কটেশ্বর বালাজি মন্দিরে পুজো দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -