মাদাম তুসোর মিউজিয়ামে দীপিকার মোমের মূর্তি উদ্বোধন : উচ্ছ্বসিত স্বামী রণবীর
নিজের মূর্তির দীপ্পির কিছু মিষ্টি মুহুর্ত। (ছবি সৌজন্যে – ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্ত্রী-র মূর্তির দিকে অবাক চোখে তাকিয়ে রণবীর। বিভোর দীপিকাও
প্রথম মোমের মূর্তির সঙ্গে ছবি তুলকে ব্যস্ত দীপভীর
স্ত্রী-র মূর্তির দিকে অবাক চোখে তাকিয়ে রণবীর। উচ্ছসিত দীপ্পিও
মোমের মূর্তির সঙ্গে রণবীর
মোমের মূর্তিতে মুগ্ধ দীপভীর
দীপিকার মোমের মূর্তির সামনে রণবীর
মাদাম তুসোর দিল্লির মিউজিয়ামেও রাখা হবে দীপিকা পাডুকোনের মোমের মূর্তি
দীপিকা পাডুকোনের মা, বাবা ও রণবীর সিংহের বাবাও এসেছিলেন এই অনুষ্ঠানে।
মোমের মূর্তির উদ্বোধনে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন দীপিকা
স্ত্রী-র মূর্তির ছবি তোলেন মুগ্ধ রণবীর। এমনকি তিনি এও বলেন, তিনি কি এটা বাড়ি নিয়ে যেতে পারেন?
দীপিকার মোমের মূর্তি দেখে মুগ্ধ স্বামী রণবীর
আইফা ২০১৬ তে সব্যসাচীর পোশাকে সেজেছিলেন দীপিকা পাডুকোন। মাদাম তুসোর মিউজিয়ামের মূর্তিটি তৈরী হয়েছে দীপিকার সেদিনের সাজের আদলে।
বর্তমানে বলিউডের অন্যতম প্রিয় জুটি দীপিকা-রণবীরের জুটি। সেদিন তাদের দেখা গেল দীপিকার মোমের মূর্তির সঙ্গে ছবি তুলতে।
লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে উদ্বোধন হল অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রথম মোমের মূর্তির। স্বামী রণবীর সিংহের সঙ্গে সেদিন সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বয়ং। তাদের পরিবারও উপস্থিত ছিলেন সেখানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -