মার্কিন মুলুক থেকে মুম্বই, করোনা আতঙ্কে স্তব্ধ জনজীবন, শুনশান রাস্তাঘাট
'নিউ ইয়র্কে অন্য সকাল। রাস্তাঘাট থেকে ট্রেন, সাবওয়ে সব ফাঁকা।' এই ছবিটি পোস্ট করে লিখেছেন এক ফটোগ্রাফার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউ ইয়র্কের ফাঁকা সাবওয়ে।
পর্যটকশূন্য হয়ে পড়ে রয়েছে নিউ ইয়র্কের স্বপ্নের ব্রুকলিন ব্রীজ।
মুম্বইয়ের ফাঁকা রাস্তা।
২২ তারিখ জনতা কার্ফুতে ফাঁকা স্বপ্ননগরী মুম্বইয়ের রাস্তা।
কখনও ঘুমায় না যে শহর, সেই শহরই এখন নিঃশ্চুপ। মুম্বইয়ের ফাঁকা রাস্তার ছবি।
বিশ্ব জুড়ে থাবা বসাচ্ছে মারণ করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। বহু দেশে ইতিমধ্যেই লকডাউনের ঘোষণা করেছেন সরকার। আতঙ্কে ঘরের বাইরে বেরোচ্ছেন না মানুষজন। পৃথিবীর যে সমস্ত শহরের রাস্তায় মানুষের আনাগোনা থাকে সবচেয়ে বেশি, শূন্য হয়ে পড়ে আছে সেইসব শহর, রাস্তাঘাট। লন্ডনের এই ফাঁকা রাস্তার ছবিটি পোস্ট করেছেন এক নাগরিক। লিখেছেন, ‘নিস্তব্ধ লন্ডন।’
শুনশান নিউইয়র্কের রাস্তাঘাট।
জনশূন্য নয়াদিল্লির কর্নট প্লেস।
তাজ হোটেল চত্বর, মুম্বই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -