মিস ওয়ার্ল্ড ২০১৯-এর শিরোপা উঠল জামাইকা-র টনি-অ্যান সিং-এর মাথায়, তৃতীয় স্থানে ভারতের সুমন রাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2019 08:14 PM (IST)
1
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম ও টুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
জয়পুরের কন্যা এই সুমন রাও
3
১৯৯৯ সালের নভেম্বরের ২৩ তারিখে তার জন্ম
4
জুন মাসে মিস ইন্ডিয়ার শিরোপা পান তিনি
5
প্রতিযোগীতায় তৃতীয় স্থান দখল করেন ভারতীয় কন্যা সুমন রাও।
6
মুকুট জয়ের অনুভুতি লিখে সুন্দর একটি টুইটও করেন টনি অ্যান সিং।
7
মিস ওয়ার্ল্ড-এর মুকুট তখন টনি অ্যান সিং- এর অধিকারে
8
ফ্লোরিডা থেকে লেখাপড়া শেষ করেছেন টনি অ্যান সিং
9
লন্ডনে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় মুকুট ছিনিয়ে নিলেন ২৩ বছরের তরুণী।
10
২০১৯ সালে মিস ওয়ার্ল্ড-এর শিরোপা জিতে নিলেন- জামাইকার টনি অ্যান সিং
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -