ছবি: মুম্বইয়ের রাস্তায় বাইক চালাচ্ছেন সোনাক্ষী, অবাক ভক্তরা
তাতেই যোগ দেন 'দবং গার্ল'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'হোয়াট উইমেন ওয়ান্টস' বলে একটি শো-তে সঞ্চালনা করছেন বেবো।
শো-তে যোগ দেওয়ার আগে সোনাক্ষী।
গন্তব্যে পৌঁছেও ফটোশিকারীদের জন্য পোজ দেন তিনি।
করিনা কপুরের শো তে অংশগ্রহণ করতে গিয়েছিলেন তিনি।
সোনাক্ষীর গন্তব্য ছিল আরেক নায়িকার কাছে।
সঙ্গে অবশ্য ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা।
আর সব গাড়ির সঙ্গে নিয়ম মেনে দাঁড়ালেন সিগনালে সিগনালেও।
সেইদিকে তোয়াক্কা নেই সোনাক্ষীর। নিয়ম মেনে মাথায় হেলমেট পরে সাবলীলভাবে বাইক চালালেন সোনাক্ষী।
সিগনালে দাঁড়ালেই চলছিল উঁকিঝুঁকি। চেনা নায়িকাকে অচেনা অবতারে দেখছে উৎসুক সবাই।
একেবারে দবং স্টাইলে বাইক চালাচ্ছেন সোনাক্ষী সিনহা। এই দৃশ্য দেখে ভক্তরা অবাক!
মুম্বইয়ের রাস্তায় সকাল সকাল অবাক নিত্যযাত্রীরা। বিলাস বহুল গাড়ুি নয়, বাইকে সওয়ার তারকা!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -